ছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে ধনবাড়ীতে সভা

টাঙ্গাইল ধনবাড়ী লিড নিউজ

ধনবাড়ী প্রতিনিধি।।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে টাঙ্গাইলের ধনবাড়ীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের স্বজন এবং আহত ব্যাক্তি ও তাদের পরিবারের স্বজনদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। সভার প্রথমেই শহীদ একরামুল হক সাজিদ এর বাবা জিয়াউল হক, মাতা নাজমা খাতুন লিপিসহ অন্যান্য শহীদদের স্বজন ও আহত ব্যাক্তি সহ সকলের পরিবারের স্বজনরা তাদের স্মৃতি চারণ করে বক্তব্য দেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা লস্কর, থানার ওসি মো: শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ ও সাংবাদিক পলাশ ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বজন, আহত ব্যাক্তি ও সকলের পরিবারের স্বজনদের কাছে উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বজন, আহত ব্যাক্তি ও সকলের পরিবারের স্বজনরা এবং ছাত্র সমন্বয়কবৃন্দ সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

 

৪৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *