তারেক ও পিন্টুসহ নেতৃবৃন্দ মামলায় খালাসে মির্জাপুরে আনন্দ মিছিল

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদুর রহমান সাঈদ সোহরাব ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একাধিক স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে ও গোড়াই শিল্পাঞ্চলে আনন্দ মিছিল বের করা হয়।
উপজেলা সদরের কলেজ রোড থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দিপু হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সেলিম হোসেন পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ। পরে পুরাতন বাসস্ট্যান্ডে, পথচারী ও শহরের দোকানিদের মধ্যে নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।

অপরদিকে একই সময় উপজেলার গোড়াই শিল্পাঞ্চলেও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি গোড়াই মিলগেইট এলাকা থেকে বের হয়ে গোড়াই হাটুভাঙা রোডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা যুবদল নেতা ইকবাল হোসাইন সুজন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ জব্বার, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিকদলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোকন, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শাহীন, মির্জাপুর উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন যুবদল নেতা, রানা আহমেদ অয়ন, আরাফাত হোসেন নূর জাকির, মাসুদ সিদ্দিকী, আজগানা ইউনিয়ন যুবদল নেতা মামুন সিকদার, মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক সাব্বির হোসাইন প্রমুখ।

 

 

৫১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *