
স্টাফ রিপোর্টার ॥
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের কুমুদিনী কলেজ গেট মোড় থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়ে। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল।