ধনবাড়ীর মুশুদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল ধনবাড়ী রাজনীতি

ধনবাড়ী প্রতিনিধি।।
বিএনপি দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, আগামীদিনেও এ ধারা অব্যহত রাখতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগনের আস্থা অর্জন করতে বিএনপি’র নেতা কর্মীদের কাজ করার আহবান করেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

তিনি শনিবার (৩০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র এক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, দলে যাতে কোন প্রকার অনুপ্রবেশ কারীরা প্রবেশ করতে পারে না পারে এজন্য সকল নেতা কর্মীদের সজাগ থেকে দলকে এগিয়ে নিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন মুশুদ্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুরাদ হাসান।

এসময় আরোও বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলসহ অন্যন্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *