স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার হলে আলোচনা সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, জুলাই অভ্যুথ্যানে তরুণরা যে ভুমিকা পালন করছে তা দেখে আমরাও সেইসময় আর বসে থাকতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সাথে আমরা শিক্ষকরাও রাস্তায় বের হয়ে তাদের সাথে ছিলাম। সেই দিন তরুণ ও যুবাদের সাহস দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। তাদের আত্মত্যাগের বিনিময়েই ফ্যাসিবাদের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি আমরা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিজিই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএস্ ি৩৯;র পরিচালক ড. মোঃ মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন, সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন, অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার। সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।
মাভাবিপ্রবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
২৭ Views