স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের কাছ থেকে রোববার (১ ডিসেম্বর) দুপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক ফারহানা হক মুক্তা, ব্যবসায়ী নেতা, ছিবার উদ্দিন, মোয়াজ্জেম সিদ্দিকী প্রমুখ।
মির্জাপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম ইসলাম বলেন, ২০২৪-২৫ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি ধরে ১ হাজার ৩২০ টাকা মণ (৪০ কেজিতে মণ ধরে) মোট ৪২৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একজন কৃষক ৩ টন ধান দিতে পারবেন। এ বছর ফলন ভালো হয়েছে, দামও সন্তোষজনক। আশা করছি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।