স্টাফ রিপোর্টার ॥
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তার খালাসের খবরে রোববার (১ ডিসেম্বর) দুপুরে তার নিজ এলাকা টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। রায় ঘোষণার খবর পাওয়ার পরেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জোড় হয়। সেখানে মিষ্টি বিতরণ শেষে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবব্ধ রেখেছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। বিগত ২০০৮ সালের জানুয়ারিতে তিনি (২১ আগস্ট) গ্রেনেড হামলা মামলায় তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তিনি কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার ছোট ভাই।