
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে। “শব্দ শিখুন, ভাষা শিখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আমির হোসেনের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জুলিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস হাই স্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসেন।