গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ড. রফিকুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেন গোপালপুর বনাম দক্ষিণ বিলডগা দল।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। পুরষ্কার হিসাবে রাখা হয়েছে টিভি ও ফ্রীজ।
৪৯ Views