স্টাফ রিপোর্টার ॥
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, আবু আহমেদ শেরশাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সভা করে তারা। এ সময় বক্তারা বলেন, ভারতের আগরতলায় সহকারি হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতের আধিপত্য মেনে নেব না।
৩৫ Views