গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও সাবেক এমপি আব্দুস সালাম পিন্টুর নামানুসারে এডভোকেট আব্দুস সালাম পিন্টু আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গোপালপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম আহসান হাবীবের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর উজ্জল মিয়া, আব্দুস সালাম পিন্টুর ভাগ্নে রাহিম তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগরসহ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।