স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে নজরুল ও নুরে আলমের চমৎকার গোলে হানডেড ক্লাব (২-১) গোলে ফিফটি ক্লাবকে হারিয়েছে।
ফোরটি আপ ব্রাদার্স আয়োজিত শুক্রবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে প্রভাতের সূর্যের আলো উঠার পর সকাল সাড়ে ৭টায় স্বাস্থ্য সচেতন ক্রীড়ামোদী চল্লিশোর্ধ ফুটবলারদের জমজমাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে হানডেট ক্লাবের স্টাইকার ডাক্তার নজরুল ইসলাম প্রথমে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পরে ফিফটি ক্লাব গোল পরিশোধের জন্য আক্রমন করে খেলতে থাকে। খেলার ১৬ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমনে ফিফটি ক্লাবের পিনাকী দে ডি-বক্সের ভিতরে গিয়ে জোরালো শটে গোল করে (১-১) খেলায় সমতা আনে।
খেলার দ্বিতীয়ার্ধে ফিফটি ক্লাবের রক্ষণের ভুলে হানডেট ক্লাব দ্বিতীয় গোলের দেখা পায়। খেলার ৩২ মিনিটের সময় বিক্ষিপ্ত আক্রমনে স্টাইকার নুরে আলম ভূঁইয়া ডি-বক্সের বাইরে থেকে গোলবার লক্ষ্য করে উচু শট নেয়। বলটি গোলবারের পাশ দিয়ে যাওয়ার সময় ফিফটি ক্লাবের ডিফেন্ডার অধিনায়ক সুজিতের পায়ে লেগে নিজেদের জালে বল জড়িয়ে যায় (২-১)। এরপর ফিফটি ক্লাবের হাবিব ও পিনাকী দে বার বার আক্রমন করে খেলেও গোল পরিশোধ করতে পারেনি।
ডাবল লীগের এই ফুটবল লীগের টুর্নামেন্টে দুই দলের দুটি করে খেলা শেষ হয়েছে। এতে হানডেট ক্লাবের ৪ পয়েন্ট। আর ফিফটি ক্লাব ১ পয়েন্ট অর্জন করেছেন।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন- হানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল ইসলাম, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, নুরে আলম ভূঁইয়া, নোমান (অধিনায়ক) ও এডঃ নাসিম।
ফিফটি ক্লাব- সুজিত কুমার সাহা (অধিনায়ক), নয়ন মিয়া, বিজয় কর্মকার, বাদল ভূঁইয়া, খায়রুল, উজ্জল, ডাঃ হাসান, সৈয়দ বেলাল, হাবিব, ড. পিনাকী দে।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারী সুলতান মাহমুদ।
আগামী রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় খেলায় অংশগ্রহণ করবে ওয়ান ক্লাব বনাম টেন ক্লাব।