নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে হবে- আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে একাধিক মনোনয়ন প্রত্যার্শী থাকবে। সেই সুযোগে যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন দলে ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করেছি। এতোদিন যারা আওয়ামী লীগ করতো তাঁরা বিএনপির ভেতরে ঢুকে বিশঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি যেসব নেতা তাঁদের আশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর উপজেলার গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে গোড়াই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে জনসমাবেশে বক্ততা করেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল। জনসমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *