স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মধ্যে আজকে আমরা এখানে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে যা হয়েছে বিএনপির আমলে তা হবে না নেতাদের তা প্রতিজ্ঞা করতে হবে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তারেক জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতি ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে কালিহাতী উপজেলা গোপালদীঘি হাইস্কুল মাঠে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কালিহাতী উপজেলা পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।