টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবলে প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে টেন ক্লাব জয়ী

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে অনুপমের কর্ণার থেকে বক্সের ভিতর জটলা থেকে টেন ক্লাবের আশরাফ বল জালে পাঠালে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়লাভ করেছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়।
তুলনামুলক দুর্বল দল নিয়েও অনুপম, আশরাফ ও গোবিন্দর সমন্বয়ে চমৎকার খেলে ফেবারিট ওয়ান ক্লাবকে হারিয়েছে। খেলার শুরুতে ওয়ান ক্লাব একচেটিয়া আক্রমন করে খেলতে থাকে। খেলার ৪ মিনিটের সময় ওয়ান ক্লাবের স্টাইকার দুলালের গোলবারমুখী উঁচু শট টেন ক্লাবের গোলরক্ষক শামীম আল মামুন চমৎকার দক্ষতায় প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন। এরপর ধীরে ধীরে টেন ক্লাব গুছিয়ে উঠে দলের লাগাম টেনে ধরেন।

খেলার ১৭ মিনিটে টেন ক্লাবের অধিনায়ক ইফতেখারুল অনুপমের কর্ণার থেকে আশরাফ বল পেয়ে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পরে ওয়ান ক্লাব গোল করার চেষ্টা করেও খেলায় আর ফিরতে পারেনি। টেন ক্লাবও পারেনি গোলসংখ্যা দ্বিগুন করতে। এদিকে খেলায় ওয়ান ক্লাবের ফরোয়ার্ড দুলাল ফাউল করে টেন ক্লাবের বিশ্বজিৎকে। এতে রেফারি ওয়ান ক্লাবের ফরোয়ার্ড দুলালকে হলুদ কার্ড দেখায়।

দুই দলের খেলা শেষে টেন ক্লাবের পয়েন্ট ৪ এবং ওয়ান ক্লাবের ১ পয়েন্ট। দু’দলে যারা খেলেছে। ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর (অধিনায়ক), লিটন সাহা, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব।
টেন ক্লাব- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ্বজিৎ, ইমরান, শফিকুল ইসলাম, উজ্জল, আশরাফ, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম (অধিনায়ক)।
রেফারী- সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারী- মোজাম্মেল হক।
আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে অংশগ্রহণ করবে ওয়ান ক্লাব বনাম হানডেট ক্লাব।

 

৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *