স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও এডহক কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহাম্মদ খানের সাথে নাগরপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মহিলা কলেজ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহাম্মদ খান। আরো বক্তব্য রাখেন এডহক কমিটির বিদ্যেৎসাহী সদস্য প্রফেসর ফেরদৌস আরা, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহম্মদ খানের কন্যা ব্যারিস্টার নুসরাত খান, নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর প্রমুখ।
এ সময় নাগরপুরের সুধীজন ও মহিলা কলেজের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। বিগত ১৯৭৯ সালে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহম্মদ খান নাগরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।