স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির দুই নেতারকর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শাহজাহান সিরাজ কলেজের সামনে এই ঘটনাটি ঘটেছে। আহত মুজাহিদুল ইসলাম কেন্দ্রীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর সহকর্মী।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিনের কর্মী সমর্থকরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ টিটুর লোকজন শাহজাহান সিরাজ কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করে। পরে বিষয়টি স্থানীয় বিএনপির লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা টিটু ও মতিনের লোকজন কলেজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করে। পরে টিটু গ্রুপের লোকজন কলেজের অধ্যক্ষের কক্ষে মিটিং করার সময় বিএনপি নেতা মতিনের লোকজন গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে হামলা করে বলে অভিযোগ উঠেছে শান্ত নামের একজন যুবকের বিরুদ্ধে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।