টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে চার দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে টানা ৫৫ দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রায় ১৫ বছর যাবত আমাদের পদে কোন নিয়োগ হয় না। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বেকার হয়েছে। এছাড়াও অনেকের সরকারি চাকরি বয়স চলে গেছে। গত (৫ আগস্টে) ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও যদি বৈষম্য থাকে তাহলে আমাদের কি উপায় হবে। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ২০১৭ ও ২০২৩ সালে আন্দোলন করেছি। গত (১৬ অক্টোবর) থেকে টানা আন্দোলন করছি।
বক্তারা তাদের দাবি উল্লেখ করে বলেন, অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন করতে হবে। চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ চালু করতে হবে। প্রস্তাবিত এলাইড হেল্থ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। ⁠অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাব্বির, সুজন মিয়া, মালা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ।

২৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *