স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল খালেককে আহবায়ক ও শফিকুল ইসলাম হারুনকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ভুঞাপুর উপজেলা শাখার গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন ও সদস্য সচিব শাহ আলম শিকদারের স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, আরজ তালুকদার, আব্দুল মজিদ, যুগ্ম সদস্য সচিব তারা মিয়া, আব্দুল মান্নান, জোয়াদ আলী, কার্যকরী সদস্য নয়ান উদ্দিন, সাহেব আলী খান, নুহু নবী, আশরাফুল আলম, সাহেব আলী, শফিকুল ইসলাম, সোহরাব হোসেন তালুকদার, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম ( নুরু), আঃ ছাত্তার, আনিসুর রহমান, দুলাল আকন্দ, মিন্টু, সিয়াম আহমেদ, খোকা শিকদার, আব্দুল আলীম, জিয়াউর রহমান, কবির হোসেন, রহিজ উদ্দিন, মহির উদ্দিন ভূইয়া।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুন বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও সময়ের প্রয়োজনে উপজেলা দায়িত্বপ্রাপ্ত কমিটি বিলুপ্তি করতে পারবে। এছাড়াও এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি গঠন
৪৭ Views