মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস পালিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সীদরাতুল মোনতাহা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, আইনের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আগামী প্রজন্ম দুর্নীতি মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমান স্বপন বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ।

 

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *