টাঙ্গাইলে জেলা পুলিশের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহসভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে বলতে চাই আমরা পুলিশ বাহিনী সদা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো। যেকোন মুহুর্তে পুলিশ বাহিনী সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজে জড়িত হবো না।

 

 

 

 

 

২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *