গোপালপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি

গোপালপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও শহর শাখা কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর মেইন রোডে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আনসার আলী।
এতে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক হাতেম আলী মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ধোপাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান, পৌর কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, উপজেলা জাসাসের সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, সঞ্চালনায় ছিলেন পৌর কৃষকদলের সম্পাদক ইকবাল হোসেন।
বক্তারা ন্যায্য মূল্যে সার, বীজ দেয়ার পাশাপাশি কৃষকদের জন্য সরকারি বরাদ্দ প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের দাবি জানান।

 

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *