স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা-পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর এলাকায় নিজ নিজ বাসা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে তাঁদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। একই মামলায় এর আগে দুই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।