বাসাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল বাসাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।

টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার (৩০)। তিনি পার্শ্ববর্তী উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সাথে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝে মধ্যেই পারিবারিক কলহের জের ধরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতো। এমতাবস্তায় শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর হিরা আক্তার সন্তানকে ছাড়াই ঘরে ফেরত আসে। এসময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেসময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

এদিকে, পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এরআগেও দুইটি বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই আমার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেতো। পরে রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কুলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এসময় সন্তানের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তান মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায়।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *