সখীপুর প্রতিনিধি।।
টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফজলুল হক (৪৫) নামে সৌদি প্রবাসী জামাতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক সখীপুর উপজেলার শ্রীপুর এলাকার মো: ওসমান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফজলুল হক বৃ্হস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়চওনা এলাকায় তার শশুর বাড়ির পুকুরে মাছ ধরতে যায় । মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের মেডিকেল অফিসার মোঃ শামসুল আলম বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই প্রবাসীর মৃত্যু হয়েছে।
২৩ Views