স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাদেক বাপ্পিকে সভাপতি ও আদনান হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রানা আহমেদ, আতিক হাসান, হাফিজুর রহমান হাফিজ, তারিকুল ইসলাম, ডি এম মিলন, সবুজ আহমেদ তুষার, মুসা বিন ইব্রাহিম, প্রদীপ ঘোষ, নাঈম ভুইয়া, রাজু আহমেদ, তারেক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, ফারদিন হাসান, নাসিদুল ইসলাম, নাজমুল ইসলাম, রাজন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিল আহমেদ পাবেল, শিশির আহমেদ জয়, সবুজ আহমেদ, সাব্বির মিয়া, আকাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম শুভ, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সিকদার, সাজেদুল হক, রবিন মিয়া, মজনু মুসাব্বির, হামদি সরকার, সিকদার সিয়াম, দপ্তর সম্পাদক আদনান সানি, উপ-দপ্তর সম্পাদক রাফসান পারভেজ, অর্থ সম্পাদক মাহিম তালুকদার সহ অর্থ সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক মারফুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ, গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মির্জা আমিনুর ইসলাম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাগর শিকদার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সোয়াইব খান সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাশরুর মঈনুদ্দিন তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার শুভ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রুহুল খান, সমাজসেবা সম্পাদক স্বপন হাসান, সহ সমাজসেবা সম্পাদক রাব্বি, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জামিল হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শিপন তালুকদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সজিব নেওয়াজ, সাহিত্য সম্পাদক জিহাদ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলামিন মিয়া, সহ বিষয়ক সম্পাদক স্বাধীন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরনবী, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মিজান, সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক রেজওয়ান রায়হান, ছাত্রী বিষয়ক সম্পাদক সিকদার জান্নাত, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক মায় আক্তার, কার্যকরী সদস্য সিকদার রাব্বি, জয়, সাব্বির আহমেদ, সানজিদা সায়লা, লাহাবির, সিয়াম, ফারজানা, আসিফ, বাদল সাব্বির, জিসান আহমেদ।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটির দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।