স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে ওয়ান ক্লাবের সাথে হানডেট ক্লাবের প্রাণহীন ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে ওয়ান ক্লাব ও হানডেট ক্লাবের আক্রমন ও পাল্টা আক্রমন মধ্য মাঠে সীমাবদ্ধ থাকে। মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমন থেকে বল পেয়ে দুইদলের দক্ষ স্টাইকারের অভাবে কেউ কাঙ্খিত গোল বের করতে পারেনি। খেলার ১১মিনিটের সময় হানডেট ক্লাবের স্টাইকার নাসিমের গোলবারমুখী দূরন্ত উঁচু শট ওয়ান ক্লাবের গোলরক্ষক সুব্রত কুমার ধর চমৎকারভাবে প্রতিহত করেন। এছাড়া গোল করার মতো সহজ সুযোগ কোন দলই সৃষ্টি করতে না পারলে গোলশূন্য হিসাবে খেলা শেষ হয়।
হানডেট ক্লাব ৩ খেলায় ১টি ও ২টি ড্রয়ে ৫ পয়েন্ট এবং ওয়ান ক্লাব ১টি ম্যাচে পরাজয় এবং ২টি ম্যাচে ড্র করে ২টি পয়েন্ট অর্জন করেছে।
দুই দলে যারা খেলেছেন- ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর, লিটন সাহা, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, দুলাল ও মোতালেব। হানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, ভূঁইয়া, নোমান ও এডভোকেট নাসিম।
রেফারী- সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারী- মোজাম্মেল হক।
পরবর্তী ম্যাচ আগামী বুধবার (২৫ ডিসেম্বর) ফিফটি ক্লাব বনাম টেন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।
উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টে ওয়ান ও হানডেট ক্লাবের ড্র
৩৮ Views