কাদের সিদ্দিকীকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল বিএনপি

টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে তার সম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বেশ কিছু দিন যাবৎ বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান ও প্রচার করে পরাজিত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন। একই উদ্দেশ্যে বিগত (৭ ডিসেম্বর) তা নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বিএনপির নামে মিথ্যা, বানোয়াট ও হিংসাত্মক মন্তব্য করেছেন। এর প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা শাখার প্রতিবাদ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সন্ত্রাসী বাহিনী কাদের সিদ্দিকীর নির্দেশে বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে ছাত্রদল কর্মী নাইম সিকদারসহ বহু নেতাকর্মীদের মারাত্মক আহত করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানান এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, গত (৭ ডিসেম্বর) কাদের সিদ্দিকী টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভায় বক্তৃতাকালে বিএনপির সমালোচনা করে বলেন, আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট আগের চেয়ে হয়তো বাড়াইয়া দিছে। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজ করছে।
এর আগে গত (৭ ডিসেম্বর) রাতে সখীপুর উপজেলা বিএনপি কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে। তারা কাদের সিদ্দিকীকে ভারতের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা বলে অভিহিত করেন। গত সোমবার (৯ ডিসেম্বর) এই ঘটনাকে কেন্দ্র করে সখীপুর উপজেলা সদরে বিএনপি ও কৃষক জনতা লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *