স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে মাহফিলের গেট ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘেচুয়া মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইলের সখীপুরের ঘেচুয়া মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদ ও মাদরাসার উন্নয়নকল্পে আয়োজিত ওয়াজ মাহফিলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনির আহমেদ মনাকে প্রধান অতিথি করা হয়। এ কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের অনুসারী পৌর যুবদলের আহ্বায়ক সুমন সরকারের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতারা মাহফিলের গেট ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সখীপুর থানার (ওসি) জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।
প্রসঙ্গত, শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মাহফিল অনুষ্ঠিত হবে।
২৪ Views