ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঘাটাইল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
‘সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার’২২ এ স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ফতেরপাড়া সমিতির নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ঘাটাইল উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ শাহীনুজ্জামান, মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লি: ব্যবস্হাপনা পরিচালক হুমায়ূন কবির সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আফরিদা মালিহা রিদিকা ও কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।

 

 

২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *