সোহেল রানা, কালিহাতী।।
টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
দিবসটির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মুক্তিযুদ্ধে শহিদদের রাষ্ট্রীয়ভাবে সালাম প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।
এরপর একে একে শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী সাধারণ পাঠাগার, অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, উপজেলা পরিষদ কমপ্লেক্স ও অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, দিনব্যাপী বিজয় মেলা, শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, উপজেলার হাসপাতাল, ভবঘুরে ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন এবং শেষে প্রীতি ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শেখ শফি প্রমুখ।