মির্জাপুরের স্বল্পমহেড়া পশ্চিমপাড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশে ভোটের অধিকার চলে গিয়েছিলো। ভোট না দিলেও এমপি হতো, চেয়ারম্যান হতো। ওয়াজ মাফফিলে এবং মসজিদে খুতবা দেয়ার বিষয়েও নিয়ন্ত্রিত ছিলো। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ মুক্তি পেয়েছে। আগামীতে ভোট হবে, জনগণের মনোনীত ব্যক্তি নির্বাচিত হবে। গণতান্ত্র্রিক সুন্দর রাষ্ট্র হবে। আর কোন ফেসিস্ট স্বৈরাচার সরকার হবে না।
তিনি বলেন, আমরা একটা আগ্রাসনের মধ্যে সবসময় থাকি। এই যে, একটা ভারতীয় আগ্রাসন। তার আশে পাশে ছোট ছোট দেশ আশে তারা কেউ আজকে ওই দেশটার সাথে নাই। সর্বোপরি আমরা ছিলাম, একটা নির্যাতিত। আমরা সেখান থেকে মুক্তি পেতে চলছি। আমাদের জাতীয় ঐক্য অনেক দরকার। বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ একসাথে থাকবো। আমরা এদেশে সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশ। এখানে আমরা দিনের কথা বলবো, ইসলামের কথা বলবো। আজকে আমাদের পাঠ্য পুস্তকে ভারতীয় আগ্রাসন, ভীন দেশের আগ্রাসন। আমাদের সময় পাঠ্য পুস্তকে মহানবীর জীবনী ছিলো, ইসলামী শিক্ষা ছিলো। সেগুলো ওঠিয়ে দেয়া হয়েছে। আবার পুস্তকগুলো ঠিক করা হবে। সেই পাঠ্য পুস্তক দিয়ে জাতীয়ভাবে ছেলেমেয়েরা ভালো ভাবে লেখাপড়া করবে, আল্লাহর রাসুল সম্পর্কে জানবে, দুনিয়াদারি সম্পর্কে জানবে, আধুনিক বিশ্ব সম্পর্কে জানবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি ছাড়াও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছোরহাব হোসেন, সহসভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শামীম, পৌর কৃষকদলের সভাপতি মান্নান খান মান্না প্রমুখ বক্তৃতা করেন।
মাহফিলে শাইখ হাফেজ এইচ এম রবিউল আলম, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম ও শাইখ হাফেজ গাজী মাজেদুল হক ধর্মীয় আলোচনা করেন।

২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *