স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে ২০২৪-২৫ বর্ষে নর্থ ঢাকা বিভাগীয় পর্যায়ে (অনুর্দ্ধ-১৮) তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ১১ রানে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে টস জয়ী টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে ২৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে সামিউল আলম ৫০ বলে সর্বোচ্চ ৩৬ রান করে। এছাড়া আবিদ হোসেন ২২ রান করে। বোলিংয়ে বিজিত কিশোরগঞ্জ জেলা (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দলের রোমান ও বাদশা যথাক্রমে ১৮ ও ২৫ রানে ৩টি করে উইকেট দখল করে।
জবাবে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দল ৪১ ওভার ২ বলে ১০ উইকেটে ১২২ রান করে অলআউট হলে টাঙ্গাইল জেলা ১১ রানে জয়লাভ করে চাম্পিয়ন হয়। কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে তামিম ভূঁইয়া সাকিব ৭৬ বলে সর্বোচ্চ ৩৫ রান করে। এছাড়া ইমরান মিয়া ও বাদশা দু’জনেই ২১ করে রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল জেলা দলের মুনতাসির রহমান ১০ ওভার বোলিং করে ৩৪ রানে বিনিময়ে ৩টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দু’দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ফাহিম শাহরিয়া, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন।
টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার দুই ভেন্যুতে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে ২০২৪-২৫ বর্ষে নর্থ ঢাকা বিভাগীয় পর্যায়ে (অনুর্দ্ধ-১৮) টুর্নামেন্টে ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি জেলা অংশগ্রহন করেছিলো।
খেলায় আম্পায়ার ছিলেন বজলুর রহমান ও আসিফুর রহমান এবং স্কোরার ছিলেন ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।
টাঙ্গাইলে জাতীয় (অনুর্দ্ধ-১৮) ঢাকা বিভাগীয় ক্রিকেটে টাঙ্গাইল চ্যাম্পিয়ন
৮২ Views