স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে লাল দল ১৮ রানে সবুজ দলকে পরাজিত করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে লাল ও সবুজ ২টি নামে দল গঠন করে প্রীতি ক্রিকেট ম্যাচটি আয়োজন করেন টাঙ্গাইল ক্রিকেটার্স এসোসিয়েশন। টস জয়ী লাল দলের অধিনায়ক আরাফাত রহমান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে রবিন সর্বোচ্চ ২৬ রান করে। এছাড়া আরাফাত রহমান ২৪, জহির ৮, আজমী ১, উত্তম ৪, অভিজিৎ ০, এরফানুল করিম আজমী ১, কাঞ্চন অপরাজিত ১৩ নাবিল অপরাজিত ১৫ রান করে। বোলিংয়ে বিজিত সবুজ দলের জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, সাব্বির আহমেদ পল, বাবু, আবু নাসের মানিক, শামীম ও তমাল বিহারী দাস প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে।
জবাবে সবুজ দল নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে। দলের পক্ষে মুন্না সর্বোচ্চ ১৭ রান করে। এছাড়া সাব্বির আহমেদ পল ১৫, মানিক ১২, শামীম ১০, সাংবাদিক মোজাম্মেল হক অপরাজিত ৪, তমাল বিহারী অপরাজিত ৪, আফাজ উদ্দিন ২, বাবু ০ রান করে। খেলায় সাব্বির আহমেদ পল ও আফাজ উদ্দিন আহত হয়ে অবসর গ্রহণ করে। বোলিংয়ে বিজয়ী দলের জহির ৩টি ও আরাফাত ১টি উইকেট দখল করে। বিজয়ী দলের জহির ব্যাটিংয়ে ৮ রান এবং বোলিংয়ে ১১ রানে ৩টি উইকেট দখল করে ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।