স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের জাহান আরা বেগম বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাহান আরা বেগম বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন জাহান আরা বেগম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আক্তার বানু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রধান শিক্ষক হাসান আলী, দাতা সদস্য আব্দুর রউফ বুলু, সদস্য জাকির হোসেন, কায়ছার আলী, আবু বকর সিদ্দিক। খেলা পরিচালনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন জাহান, রুমানা জাহান, এরশাদ জয়, রাজিব আহমেদ, মোহিনী আফরোজ, লুৎফর নাহার, রুমানুর রহমান,সুমাইয় হক শামছি ও তারেকুল ইসলাম।
দৌড়, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, লং জ্যাম্প, হাই জ্যাম্প, বর্শা নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার খেলাসহ ১৭টি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা পরিচালনায় সহযোগিতা করেছেন বিপ্লব আনসারী ও ইকবাল হোসেন।