গোপালপুরে বাংলা জাতের বিশাল দেশী শকুন উদ্ধার

গোপালপুর টাঙ্গাইল লিড নিউজ

নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্ত প্রায় একটি বাংলা জাতের শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং লম্বায় ১০ ফুট । শকুনটিকে একবার দেখতে ভীর করছে উৎসুক জনতা। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে শকুনটিকে আটক করে এলাকাবাসী।
জানা যায়, মোহাইল গ্রামের কয়েকজন কিশোর বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পড়ে থাকা অবস্থায় দেখতে পান শকুনটিকে। পরে তারা শকুনটিকে বাড়ীতে নিয়ে আসে। পরদিন সকালে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারকে অবগত করলে তিনি শকুনটিকে দেখতে যান।
এ ব্যাপারে ৩নং ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, আমি শকুনটির সংবাদ পেয়ে তাৎক্ষণাৎ দেখতে যাই এবং গিয়ে দেখি শকুনটি অসুস্থ এবং ক্ষুধার্ত। তখন শকুনটিকে খাওয়ানোর জন্য কিছু মাংস কিনে দেই। এবং বিষয়টি ইউএনওকে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় বন কর্মকর্তার নিকট শকুনটিকে হস্থান্তর করা হয়।
গোপালপুর উপজেলা বন বিভাগের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি শকুনটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আসি এবং পরে স্থানীয় এলাকাবাসী শকুনটিকে আমার কাছে হস্তান্তর করে।
গোপালপুর প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, আমি মোবাইল মারফত সংবাদ পাই যে, মিজান চেয়ারম্যানের নির্বাচনী এলাকায় একটি শকুন ধরা পড়েছে। তাৎক্ষণাৎ বিষয়টি ইউএনওকে অবগত করি এবং বন বিভাগের কর্তব্যরত কর্মকর্তাকে অবগত করি। পরে শকুনটিকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তখন আমি তাকে চিকিৎসা দেই এবং বন বিভাগের হেফাজতে পাঠাই।
এ বিষয়টি গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম আশরাফ শামীম নিশ্চিত করেছেন।

 

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *