স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, সারাদেশে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের সীমান্তে ইয়াবা ও ফেনসিডিলের কারখানা। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশ থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে যায়। আর খারাপ খারাপ জিনিসগুলো তারা দিয়ে দেয়। আমাদের কাছ থেকে দুধ কলা নিয়ে তারা বিষ পাঠায়। এই হচ্ছে আমাদের প্রতিবেশি।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হিলড়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাইদ সোহরাব বলেন, আমরা একটি আগ্রাসনের ভেতরে সবসময় ছিলাম। পূর্বপুরুষরা একটা আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আবার আমরা ভারতের আগ্রাসনের ভেতরে ঢুকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রায়ই শেষ হয়ে গিয়েছিলো। প্রায়ই এই দেশটা একটা দেশের ভেতরে অঙ্গরাজ্য হয়ে গেছিলো। একটা দেশের পুলিশ বাহিনীতে অন্য দেশের পুলিশ থাকে। এটা কোনদিন কেউ শুনেননি। তারা আমাদের দেশের সন্তানদের হত্যা করে প্লেনে ওঠে এই দেশ ত্যাগ করেছে। এটা সবাই দেখেছেন। আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। এখনও চক্রান্ত চলছে।
মাওলানাদের উদ্দেশে তিনি বলেন, এ দেশের আলেম ওলামারাও জেল জুলুমের শিকার হয়েছেন। কোরআন এর পাখি দেলোয়ার হোসেন সাইদীকে টেনে হিচরে এম্বুলেন্সে উঠানো হয়েছে। তাকে ফাঁসি দেয়া হয়েছে। সাম্রাজ্যবাদীদের ইন্ধনে এসব করা হয়েছে। এই দেশটা নাস্তিকে ভড়ে গেছে। শুধু সাংস্কৃতিক আগ্রাসন নয়, শুধু রাজনৈতিক আগ্রাসন নয়, এই দেশটা লুপাট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়েছে। কারো গোলামী করার নয়। বাঙ্গালী ভারতেও রয়েছে। আমরা বাঙ্গালী জাতীয়বাদ নয়, আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদ হতে হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি ছাড়াও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছোরহাব হোসেন, সহসভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম শামীম প্রমুখ বক্তৃতা করেন।