স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, দিনব্যাপী মেলা, রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা, বিভিন্ন ক্যাটাগরীতে চেক বিতরণ ইত্যাদি।
এদিন সকালে টাঙ্গাইল জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটিসি সেন্টারে দিনব্যাপী মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
টাঙ্গাইল টিটিসি’র প্রিন্সিপাল রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার প্রণব পাল, টাঙ্গাইল জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো তিনজনকে সম্মননা দেওয়া হয়। এছাড়া ওয়েল ফেয়ার সেন্টারের পক্ষ থেকে প্রবাসী পরিবারের হাতে বকেয়া পাওনা, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান, প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষা ভাতা, প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতাসহ প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগড়িতে ৬৬টি চেক বিতরণ করা হয়।
পরে অতিথিরা দিনব্যাপী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় টিটিসি’র ট্রেনিং কার্যক্রম, প্রবাসীদের সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন ব্যাংক অংশগ্রহণ করে।
টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
২২ Views