দীর্ঘ ৯ ঘণ্টা পর টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ঘন কুয়াশা ও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। এতে প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরানো হলে দীর্ঘ ৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে মহাসড়কে ঘনকুয়াশার কারণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগুর ৭নং ব্রিজ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হন। যানজটের কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক হয়ে চলাচল করে।
পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বেশকয়েকবার টোল আদায় বন্ধ হয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরাতে অনেকটা সময় লেগে যায়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সকালে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সদস্যরা যৌথভাবে ট্রাক সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, দুই ট্রাকের সংঘর্ষ, ঘনকুয়াশা ও টোল আদায় বন্ধ হওয়ায় মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। ট্রাক দুটি সরানোর পর গাড়ির ধীর গতি থাকলেও আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে আসে।

 

২৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *