স্টাফ রিপোর্টার ॥
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতায় মামলায় ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের রাকিবুজ্জামান খান বাবু নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
এ নিয়ে হাতকড়া অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। রাকিবুজ্জামান বাবুর বাবার নাম আবুল হোসেন খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিল এবং তার মা ফৌরদোসী খানম উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
বাবুর ছোট ভাই রাফিউজ্জামান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় ভূঞাপুর থানা পুলিশ গত (১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভাইকে আমাদের নিজ গ্রাম বরকতপুর মোড় থেকে আটক করে মধুপুর থানায় প্রেরণ করে।
এরপর মধুপুর থানা পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে গত (১৪ ডিসেম্বর) টাঙ্গাইল আদালতে পাঠালে ওইদিন আদালত না বসায় পুলিশ তাকে জেল হেফাজতে রাখে। গত (১৫ ডিসেম্বর) আদালতে তোলা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
আইনজীবীর কাছে ছেলের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের সংবাদ শুনে বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরের দিন গত (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নেন।
এ ঘটনায় হাতকড়া অবস্থায় ওই আওয়ামী লীগ নেতা রাকিবুজ্জামান বাবুর জানাজায় অংশ নেওয়ার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাকিবুজ্জামান বাবুকে গ্রেফতারের পর গত (১৪ ডিসেম্বর) তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। তার বাবার মৃত্যুর বিষয়টি জানা নেই।