গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন

গোপালপুর টাঙ্গাইল শিক্ষা

গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্পাদক আব্দুল ওয়াহেদ আকন্দর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিম হোসেন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরুন্নেসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি জোবায়েরুল হক এবং সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।
এতে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শিক্ষকদের চিকিৎসা ও ভ্রমণ সুবিধার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচিতি কার্ড প্রাপ্তির জোর দাবিসহ ঘড় ভাড়া, চিকিৎসা ও অবসর ভাতা, উৎসব ভাতসহ সকল সুযোগ সুবিধার দাবীসহ নানান বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনের দাবি জানান। অনুষ্ঠান শেষে ১৬ জন অবসর শিক্ষক-কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হয়।

 

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *