বাসাইলের মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

টাঙ্গাইল বাসাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাসাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৯১-২০০০ সালের এসএসসি ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুণর্মিলনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। একে অপরের সাথে প্রানের মিলনমেলায় অংশগ্রহণ করে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় করেন।
কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী খান, অবসরপ্রাপ্ত শিক্ষক এরশাদ আলী খান, আরফান আলী খান, জিলমোহন সরকার, জগদীশ চন্দ্র কর্মকার, রহিদাশ কর্মকার, হানিব খান, শ্রীদাম চন্দ্র গোস্বামী, সস্তোষ কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, ১৯৯১-২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

১১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *