মির্জাপুরে কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার মাহফুজ মল্লিক (তালাচাবি প্রতীক) নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী পরিচালক পদে দুই নারী প্রার্থী সমান ভোট পাওয়ায় খন্দকার শেফালী নাজিম (বই প্রতীক) লটারীতে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সভাপতি ও সহ সভাপতি পদের প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট থাকায় এই দুই পদে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন।
এদিকে পরিচালক পদে ইঞ্জিনিয়ার মাহফুজ মল্লিক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের আমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, ইঞ্জিনিয়ার মাহফুজ মল্লিাক, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ামর‌্যান আলী হোসেন রনি, মির্জাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী সোহরাব হোসেন সহসভাপতি শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তাঁর বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহফুজ মল্লিকের বিজয়কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাবকে উৎসর্গ করেন।
নির্বাচনে ছয়জন পরিচালক পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী অন্য চারজন হলেন- হাড়িয়া মধ্যপাড়া কে এস এস লি. এর ফারুক হোসেন সম্রাট, যোগীরকোফা ২ নম্বর কে এস এস লি. এর আফজালুর রহমান, পঁচাগাঁও কে এস এস লি. এর হাবিব ও গোড়াইল বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড এর নাজমুল সিকদার। খন্দকার শেফালী নাজিম বলেন, লটারীতে বিজয়ী হওয়া খুবই ভাগ্যের বিষয়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মির্জাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন জানান, সদস্য পদে দুই নারী প্রার্থী সমান ভোট পাওয়াতে লটারীর মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

 

২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *