মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি মেহেদীর

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
নিজের নামটিও বলতে পারেন না মেহেদী হাসান (১৯)। বাবা-মার নাম তো নয়ই। বাড়ি কোথায়, কোথায় যাবে, পরিবারে তার কে আছে, পরিবারের কারও সঙ্গে যোগাযোগের কোনো পদ্ধতি- এসব কিছুই জানে না মেহেদী। তাই হয়ত গত ৫ মাস আগে নিখোঁজ হওয়ার পরও মেহেদী হাসানের আর খোঁজ মেলেনি।
বিশেষ চাহিদাসম্পন্ন নিখোঁজ মেহেদী হাসানের উপজেলার ওয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল গ্রামের সাইফুল ইসলাম ও মিনারা দম্পতির ছেলে। মেহেদী হাসান গত (২৮ জুলাই) বাড়ি থেকে রোয়াইল বাজারে যাওয়ার পর নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে গত (৩০ জুলাই) মিনারা বেগম মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পাগল প্রায় মিনারা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মেহেদী হাসান বড়। মেহেদী কথা বলতে পারে না এবং বুদ্ধি প্রতিবন্ধি। তবে বাড়ি থেকে রোয়াইল বাজার ও বাড়ির আশপাশে আসা যাওয়া করতে পারতো। গত পাঁচ মাস ধরে দেশের আনাচে-কানাচে তারা খোঁজে ফিরছেন। কিন্তু পাচ্ছে না। মিনারা বেগম আরও বলেন, জানি না আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে। মরে গেলেও আমি নিশ্চিত হতে চাই আমার ছেলে গেছে। আর যদি বেঁচে থাকে, যদি আমার ছেলেকে কেউ দেখে থাকেন, তাহলে তাকে জানানোর অনুরোধ করেন। তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি বলে উল্লেখ করেন মিনারা বেগম।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সাধারণ ডায়েরি নেয়ার পর সকল থানা ও হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

 

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *