মাভাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকদের ‘টিচিং-লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট: মেথডস এন্ড টেকনিকস’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল মাহমুদ ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।
কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল বিভাগের চেয়ারম্যান ও ১ম বর্ষ ১ম সেমিস্টারের কোর্স শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *