সখীপুর ও বাসাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

টাঙ্গাইল বাসাইল লিড নিউজ সখিপুর

মোস্তফা কামাল, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী এলাকায়, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে। এছাড়া রবিবার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি (৩২) নিহত হন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ট্রাক চাপায় নিহত মামুন খান (২৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মামুন খান (২৮) টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের এনায়েতপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
এদিকে সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা। নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার আড়াইপাড়া গ্রামে আসার সময় সখীপুর-ঢাকা সড়কের সখীপুর থানার সামনে আসে। এ সময় সড়কে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অন্যদিকে সকাল ১০টার দিকে মাছ আনতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে আবু বকর (৪৫) ঘাটাইল উপজেলার জোরদিঘী এলাকায় যাচ্ছিলেন। পথে একটি সিএনজির সাথে অটোরিকশার সংর্ঘষে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবু বকর (৪৫) উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি (৩২) নিহত হন। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

 

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *