মধুপুরে উৎসাহ উদ্দীপনায় শুভ বড়দিন উদযাপিত

টাঙ্গাইল বিনোদন মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) যীশু খ্রিস্টের জন্মতিথিতে শুভ বড়দিন উদযাপন করেছে। জন্ম তিথিতে নানা কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জ্বা, আরাধনা, আচারানুষ্ঠান, প্রার্থণা ও কেক কাটা ইত্যাদি।

মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্রীয় মিশনারীতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টায় নানা উপ-জাতির খ্রিস্টান ধর্মাবলম্বী, ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণে যীশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা হয়। জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির যীশু খ্রিস্টের জন্মদিনের ওই কেক কাটেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই দিনব্যাপী ধর্মপল্লীর আওতাধীন সকল খ্রিস্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙিনা কানায় কানায় পূর্ণ হয়ে থাকে।

জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, এদিন তারা দেশ ও জাতির কল্যাণে এবং তারা যাতে সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলতে পারেন তার জন্য বিশেষ প্রার্থণা করা হয়েছে। যীশু খ্রিস্টের জন্মতিথির কর্মসূচি পালনে স্থানীয় প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *