ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়ি প্রান্তিক অঞ্চলে গবাদিপশু ও হাঁস-মুরগীর খামারীদের শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার মোমিনপুর দারোগ আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে গবাদিপশু শরীরে ভ্যাক্সিন (টিকা) পুশ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
কর্মশালায় প্রধান অতিথি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডঃ ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য এবং গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম সারাদেশে বাস্তবায়ন করার জন্য। মানুষের শীতকালীন সময়ে যেমন শীত বস্ত্র দিবে এ সংগঠন। তেমনি প্রাণীদেরও শীতকালীন পরিচর্যায় করণীয় বিষয়ে সচেতন থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ফ্যাসিবাদ সরকার ১৫ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন করতে দেয়নি। এখন সময় এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রান্তিক গণ মানুষ ও গবাদিপশু পরিচর্যায় সর্বদা সচেষ্ট থাকবে।
ডাঃ মো রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার, জেলা প্রাণী সম্পদ অফিসার, ডাঃ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ এস এম খালেদ, ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বাহার উদ্দীন সারোয়ার রিজভী প্রমূখ।
পরে মাঠ প্রাঙ্গনে ৩ শতাধিক গবাদিপশুর ভ্যাক্সিনেশন করা হয় এবং বিনামূল্যে রুচি বর্ধক, কৃমিনাশক, ভিটামিন ট্যাবলেট, স্যালাইনসহ যাবতীয় ঔষধ খামারিদের দেয়া হয়। স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি ডাক্তার ও ভ্যাক্সিনেটরদের মাঝে ৫ শতাধিক পিপিই বিতরণ করা হয়।
ঘাটাইলে ফ্রী ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত
১২ Views