স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিসসহ ৫ দফা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের ব্যানারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুর এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছারহামাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব মন্ডল ও জাহিদুল ইসলাম। এ সময় নানা বৈষম্যের তথ্য তুলে ধরে বক্তব্য দেন কর্মকর্তারা।