টাঙ্গাইল পার্ক বাজার ব্যবসায়ীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলের সর্ব বৃহৎ পাইকারী বাজার পার্ক বাজারের ব্যবসায়ীদের সংগঠন মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাকজমক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পার্ক বাজারে কর্মরত ব্যবসায়ীরা লাল ও নীল দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। খেলায় সবুজ দল (৪-১) গোলে লাল দলকে পরাজিত করে।
মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবলু মিয়ার সভাপতিত্বে ও আমির হামজা রুবেলের সঞ্চলনায় প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাদা হোসেন, ব্যবসায়ী ফিরোজুর রহমান ফিরোজ, হাবিবুর রহমান হাবু, আবুল কালাম আজাদ, আব্দুল আলীম, আজিবর রহমান, এছাক আলী, জয় সাহা, আরিফ হোসেন প্রমুখ।
এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া। এ সময় বিপুল সংখ্যক দর্শক প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

 

 

 

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *